এই বৃত্তায়িত ভালোবাসা ভালো তো লাগে না আর
চব্বিশ ও নয় পুরোপুরি , টেনে টুনে বারো ঘন্টার ভালোবাসা বড়জোর
সন্দেহ নেই সঙ্গম থেকে দীর্ঘ খানিকটা এই দিনের উন্মাদ উচ্ছাস
কিন্তু তারপরই ক্লান্তিতে নুয়ে পড়া প্রেমের প্রত্যঙ্গরা সব
এবং অতএব প্রেমতো পতঙ্গের মতোই উড়ে যায় অন্যত্র এ-গাছ, ও-গাছ
গেছো বাঁদরের মতোই আমরা শুধু ঝুলে থাকি ভালোবাসার ভঙ্গুর ডালে ।
এতটাই করি টানাটানি যে নিজেদের ভারেই ভালোবাসা হয় কুপোকাৎ, অকষ্মাৎ।
অগত্যা প্রেম পরাস্ত হয় বছর বছর পরবের অযথা প্রাধান্যে ।
আদিখ্যেতা আদৌ মানানসই নয়, এখন চাই সভ্যতার মত প্রাচীন প্রেম
ভালোবাসার মুক্তি চাই , ক্যালেন্ডারের এই দুঃসহনীয় কারাগার থেকে
যেখানে ভালোবাসা তোমাতে আমাতে মিশে যায় অতলান্তিক প্রশান্তিতে
কপালের ঐ লাল টিপের মউদতোই ভালোবাসা যেখানে প্রদীপ হয়ে জ্বলে
আমিতো চাই সেই ভালোবাসার অম্লান , অক্ষয় , অবিক্ষত বিজয় চিত্তে চিরন্তন।
সন্ত ভ্যালেন্টাইনের মতোই প্রণয়ীরা হোন শহীদ প্রণয়ের প্রশস্ত বেদীতে
ভালোবাসার রক্ত ও অশ্রু গড়িয়ে পড়ুক মধ্য ফেব্রুয়ারি থেকে পঞ্জিকার পাতায় পাতায়
এবং বিস্তৃত হোক অনুভবের আঙ্গিনা জুড়ে , দূরে, আরও বহু দূরে ।
ঘৃণায় ঘৃতাহুতি দেন যাঁরা উদয়াস্ত , তাঁরা ও যেন আজ হোন ভালোবাসার পথযাত্রী
প্রেমে-পূণ্যে পরিপূর্ণ হোক পৃথিবীর সকল প্রান্ত, ঘুঁচুক দীর্ঘ এ আঁধার রাত্রি ।
Copyright@ Anis Ahmed
১৫ই ফেব্রুয়ারি ২০১৭, ঢাকা