কষ্টের কষে ভরা কলস কাঁখে, এলে যখন তুমি এই মরা নদের বাঁকে
কী দিয়ে বলো ভরাবে তোমার শূন্য হৃদয়, শুষ্ক এ জলধি
বড় জোর অঞ্জলী ভরে অশ্রুদের আশ্রয় দেবার ক্ষণিক চেষ্টা
চোখের জল মোছাবে তোমার সে সামর্থই বা কই ভিন্ন বাঁকে বহমান এ নদের!
উত্তাল জলতরঙ্গ বাজতো যখন নবীন নদের দু’কুল বেয়ে
তুমি ও সে তখন ভিন্ন গ্রহে করে বসবাস , ভিন্ন গৃহেই রাত্রিবাস
কখনও সখনও অনুরাগের অনুরণন যে বাজেনি তারুণ্য তবলার বোলে
এমনও তো নয় যে নদের চোখ পড়েনি তোমার হৃদয় হ্রদের উচ্ছসিত উপস্থিতিতে
তবুও তো ফিরে তাকানোর অবকাশ মেলেনি কারও কর্মিষ্ঠ করিডোরের কোলাহলে
ভাষা নিয়ে ভাসা ভাসা কথা বুঝতে বটে , নৈঃশব্দের ভাষা বোঝোনি তোমরা কেউই
চিত্তের চত্বরে নিবেদিত ভালোবাসায় ছিলে আচ্ছন্ন যে বিচ্ছ্নিতার বেদনা বাতুলতা মাত্র
এখন ভিন্ন এক ছিন্ন বসন্তে শব্দের মেলা বসেছে সর্বত্র, নদতো মৃয়মান অন্য কোন বালুচরে।
বিস্মিত অনুভবে দেখি , তোমার অশ্রুরা সব কৌশলেই ঢেকে গেল স্নিগ্ধ হাসির আড়ালে
অবশেষে নদের জলেও জাগাও বাণ ,বসন্তের প্রথম প্রহরে , পেলে কি তুমি যা হারালে !
Copyright@ Anis Ahmed