এতটা নিশ্ছিদ্র নীরবতায় শব্দরা আসেনি চুপি চুপি পা ফেলে
এতটা নিশ্চিন্ত ভালোবাসায় অনুভবেরা কাটেনি সাঁতার জলে
এতটা তড়িৎ গতিতে বাস্প হয়ে ওঠেনি চোখের যাবতীয় জল
এতটা গভীর অনুভূতিতে পুষ্পেরা হয়নি অকষ্মাৎ ফল ।
তা’হলে নীরবতার অন্তরালেই কী লুকোনো ছিল যাবতীয় ধ্বণি
তা’হলে ডুবুরি মন কী হঠাৎ খুঁজে পেল কাঙ্খিত এক মণি !
তা’হলে নিরুদ্বিগ্ন ঊষ্ণতায় দুঃখরা সব মেলালো বুঝি বাতাসে
তা’হলে নয়নের নাক্ষত্রিক অনুভূতিরা কী আলো ছড়ালো আকাশে।
অন্তহীন জিজ্ঞাসায় হাঁটি হাঁটি পায়ে ক্রমশই রাত হয়ে এলো ভোর
এখনও তবু অমূলক আশংকায় খোলোনিতো আধেক ভেজানো দোর
দৃষ্টির আশ্বাসে , বিশ্বাস করতে নেই কখনও, জানি এ কথা তুমিও জানো
যতই সন্ধান করি পুষ্পিত সত্য, ততই মনে হয় এ যেন প্ল্যাস্টিকে সাজানো।
অগত্যা আশ্রয় নিয়ে ফেলি প্লেটোর মতোই গর্বিত গ্রীক ভালোবাসায়
প্রাপ্তির চেয়ে প্রত্যাশাই মহান জেনে থমকে থাকি কল্পিত আশায়
Copyright@ Anis Ahmed