স্বগতোক্তি

আকাশ যাত্রার বিস্ময়কর আনন্দ নিয়ে ঘুরে বেড়াই যত্র তত্র
পাখি মন আমার মেঘের স্পর্শে ক্রমশই হতে থাকে কোমল
ভিজে যায় এক অলৌকিক আলোর ছোঁয়ায় নিজ থেকেই এতটাই
যে নিজেকে নিজেই চিনি না আরশির সামনে দাঁড়ালে
আনত অস্তিত্বে অকস্মাৎ আবিস্কার করি তোমার পদতলে
প্রশান্তিতে ভরে ওঠা মনের মন্দিরে তুমি যে থাকো নিরবধি।

এখন আমি এক আশ্চর্য উচ্চতায় উড়ে যাই এতটাই নিশ্চয়তায়
যে মাটি থেকে যোজন যোজন মাইল দূরে থেকেও থেকে যাই
মাটিরই মানুষ হয়ে বরাবর, জানি নিশ্চিত ওপরে যাবার পথখানি
ওই অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়েই যার অপর প্রান্তে আছে আলো অনাবিল
প্রত্যাশায় ভর করে আমার এই প্রাত্যহিক বসবাস পৃথিবীর প্রান্তদেশে
কখনও দেখি মোমের আলোর কোমলতা, কখনও বা অগ্নিলীলা এখানে ওখানে ।

কঠিন ও কোমলের এমন মিশ্রণেই চলে ।জগতের জয় যাত্রা
দুর্যোগ আসে বিশ্বে তখনই , কঠিন যখন ছাড়ায় মাত্রা ।

Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *