শীতসকালে বসন্ত-গান

তোমার কাছে
যা যা আছে
সবই তো আমার স্বপ্ন এখন
তোমার উঠোনের লাউ লতার ললিতকলা
কার্নিশে বসা কোকিলের বেহায়া সঙ্গম
সুরে ও রঙে বাসন্তীর প্রত্যাশিত আগমন
পলাশের শাখায় আধফোটা কলির মুদু গুঞ্জরণ ।
আছে তোমার মখমল মনের কোমল বাস্তবতায়।

কোমল নয়
শীতল বাস্তবতায় নিমজ্জিত আমার এ মন
উঠোনের উদ্বিগ্ন কাঠবেড়ালির মতোই
বরফ কুচির আড়ালে খুঁজি এক চিলতে উষ্ণতা।
ধূসর আকাশেই পেতে চাই চাঁদের লাবণ্য
ক্রন্দসী উইলো গাছের গালে চাই একটুকুন হাসি
এখনতো বরফ-গলা নদী চোখ বেয়ে বয়ে যায়
স্বপ্নের খামে থাকে ঝুড়ি ঝুড়ি চাওয়া।

পেলবতা যখন প্রাণ জুড়ে তোমার জাগ্রত বসন্তের প্রথম প্রহরে
শীত সকালে আমি শেলির মতো বলি বসন্তের আর কত দেরিরে !

১লা ফেব্রুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *