অকালেই
সকালের রোদ্দুর
মন ভালো করার ফসল ফলায়
খরা-পীড়িত এই হৃৎ আঙ্গিনায় ।
পঞ্জিকাকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে
উষ্ণতায় উদ্বুদ্ধ হয় অকষ্মাৎ মনের মুকুল
মিলনের প্রত্যাশায় পূর্ণ মনে ভেঙ্গে যায় ভুল।
মাঝে মাঝে
সকাল কিংবা সাঁঝে
বৃষ্টিরা সব ঝেঁপে আসে যখন চোখের কোণ বেয়ে
আশার আলো নাড়বে কড়া, তাই থাকি সে পথ চেয়ে।
আলো যখন ঊষার
তখন আসে যদি তুষার
বরফ গলা নদী বইবে এ শুষ্ক মনের শুণ্য তীর ঘেঁষে
অকষ্মাৎ দেখবো চেয়ে আকাশ নেমে এসে মাটিতে মেশে।
তুমি যখন আকাশ
সবুজাভ মাটিতে আমার বাস
প্রতীক্ষার চোখ দুটো কেবল ঊর্ধ্বপানেই বারে বারে ছোটে
মেঘেতে বর্ষা আনো বলেই এ বাগানে বেলী ফুল ফোটে।
২৫শে জানুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed