কখনও কখনও দুঃস্বপ্নদের অতিক্রম করে
স্বপ্নরা চলে যায় দিগন্ত ছোঁয়া মাঠ অবধি
দূর্বৃত্তরা যখন ঘুর-পাক খায় নিজেরই বৃত্তের মাঝে
দূঃস্বপ্নরা যখন বন্দি নিজেরই তৈরি ঘেরাটোপে ,
স্বপ্নের পাখি তখন মেঘোত্তীর্ণ আকাশের নীলিমায়
চোখের পলকেই পালক তখন ভিজে যায় আলোর বন্যায় ।
অকষ্মাৎ দৃষ্টি মেলে দেখি স্বপ্ন নয়, এ যে ঘোর বাস্তবতা
আলোকিত প্রভাতে শুনি প্রার্থিত প্রগতির পদধ্বণি
নজরুলের বহ্নিশিখারা সব জ্বলে উঠলো সমস্বরে পথপ্রান্তরে
শীতে কুঁকড়ে থাকা কংক্রিটের রাস্তা ভরে গেল সোনালি সম্ভাবনায়
নারীতে-পুরুষে , সাদায়-কালোয়, বিশ্বাসি-অবিশ্বাসিতে
বিভিন্নতার বিপরীতে শুনি অভিন্ন সুর সানন্দে আজ ।
বৈষম্যের উদ্ধত বিষ দাঁত ভাঙতেই উদ্যত আজ লক্ষ জোড়া হাত
জানি নারী ও পুরুষের সমাধিকারে অবসান হবে দুশ্চিন্তিত এ রাত
২২শে জানুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed