স্বপ্নের পরিহাস

স্বপ্নের সিঁড়ি সযত্নে গেঁথে চলা কেবল
গ্রীস্মের দাবদাহে ঘর্মাক্ত দেহে কখনো
অথবা শীত বিকেলে কুঁকড়ে যাওয়া কাঠবেড়ালির মতো ।
সেই সিঁড়ি বেয়ে ওঠার সাধ জাগে যতটা আমার
ততটা সাধ্য খুঁজে পাইনে সহজে
কখনও যে চেষ্টা করিনি তা তো নয়
কিন্তু জানোই তো , পা পিছলে পড়েছি বার বার
সেই থেকে স্বপ্ন আর আমি বাঁধা আছি অবাধ্য বৈরিতায়।

তবে কি জানো,পলাতক স্বপ্নের পেছনেই ছুটি বার বার
যদি অকষ্মাৎ ধরা দেয় কখনো , কোন শুভক্ষণে
যদি নতজানু হয়ে বলে, জেনো আমি তোমারই কেবল।
সে প্রত্যাশা পুরণ হয় না কখনোই বিভাজনের এ বিশ্বে
বরঞ্চ কাঙ্খিত স্বপ্নরা আমাকে করে ফেলে কলম-পেশা কবি
কেরানীর মতোই লিখে চলি , খুঁজি কে রাণী এ জীবনে !
হাতে পরানো স্বপ্নের শেকলে এতটাই বন্দী থাকি ইদানিং
যে কান-ঘেঁষে চলে যাওয়া প্রেমের তীর হৃদয় ছোঁয় না মোটেই।

পরিহাসের হাসি হেসে অদৃষ্ট বলে যায় স্বপ্নরাই করে স্বপ্ন বিনষ্ট
কবিতার স্বরে সমস্বরে শুনি স্বপ্নের সিঁড়ি বেয়ে পড়ে যাওয়ার কষ্ট।

১৮ই জানুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *