ঘন কুয়াশার আড়াল থেকে
এক চিলতে রোদ্দুর হঠাৎ উঁকি দিলেই
মনের ভুবনটা সোনালি হয়ে ওঠে মূহুর্তেই
অনুরাগের ভৈরবি রাগে ভ’রে যায়
অকালেই যেন সকালের নিকোনো উঠোন আমার।
সেতারের তারগুলো সব বেতারের ইথারে তোলে তরঙ্গ
সুরের সাগর পেরিয়ে, হাঁটি আমি সেই সমুদ্রের সমান্তরালে।
একাকী সেই আলোর সঙ্গে, সঙ্গীতের রেওয়াজ প্রত্যহই আমার
কন্ঠকে আকন্ঠ ডুবিয়ে রাখি আলোরই সাগরে,
পাছে খুন হয়ে যায় অসুরের হাতে অন্তরস্থ সুরেরা সব
চারিদিকে যে ধোঁয়াশার মধ্যে বসবাস করে ফানুসি মানুষেরা আজকাল
সাহস করে অট্টহাসি দিই না বটে , তাদের দেখে অকষ্মাৎ
মুচকি হাসিতেই কুচকে থাকে মন, ভন্ডদের কর্ম কান্ড দেখে
নিজের তৈরি নরকে বসবাস করেই স্বর্গের অনুসর্গ খোঁজে বোকারা বরাবর।
অজগরের মতোই পেঁচিয়ে থাকা প্যাচ প্যাচে প্যাঁচে বুদ্বিমান যারা
যতটা বিষ ঢালে অন্যের দেহে,তারও অধিক থাকে নিজেদের মনে
চাঞ্চল্যের ভাণে চলা যে নিত্যদিন , সেতো আসলে চিত্তেরই অস্থিরতা
প্রণোদনার নাম করে কাকে কবে করবে প্রবঞ্চনা সেই পরিকল্পনায়
মাকড়সার জাল বুনে যায়, বেশ রসিয়ে রসিয়ে ধোঁয়াশার ধোঁয়াটে আঁধারে।
জানেনা কেবল তারা আলো প্রত্যাশিত এ মন আঁধারকে করে প্রত্যাখ্যান
সোনা রঙে তাই নেয়ে উঠি বার বার অপূর্ব এক নান্দনিক আনন্দে।
আলোতে কালোতে সাংঘর্ষিক বাস্তবতার মুখোমুখি এখন, এই চেনা বিশ্ব
প্রার্থনা করি আলোরই আধিপত্য থাকুক , নইলে সূর্য প্রত্যাশি এ মন হবে নিঃস্ব।
১৫ই জানুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed