সেই আদিকাল হতেই ইশ্বরের ইচ্ছেতেই বোধ হয়
সুদক্ষ অভিনেতা আমরা একেকজন
নির্দিষ্ট চরিত্রেই অভিনয় করে যাই প্রত্যহই
কখনও পাথরে পাথর ঘষে আগুন জ্বালানো,
বোতাম টিপেই উচ্ছল ঊষ্ণতার সন্ধান কখনও।
ভূমিকাও বদলায় প্রায়শই আমাদের
কখনও হামাগুড়ি দিয়ে রঙিন বল ধরার নির্মল আনন্দ
আগ্রাসী সৈন্যের মতোই গো-গ্রাসে গিলে ফেলার দম্ভ কখনও।
এইতো সেদিনেরই কথা, দিব্যিই টগবগে তরুণের ভূমিকায় উত্তীর্ণ
উঁচিয়ে আঙ্গুল প্রতিপক্ষকে কুপোকাত করার আগ্রহ বিতর্ক অনুষ্ঠানে
উত্তম কুমারের মতো মধ্যম আঙ্গুলে সিগারেট ধরে রাখার মুহুর্তগুলোতে
চিত্তের চিত্রপটে সুচিত্রাদের ঘন ঘন যাওয়া আসা, কারণে অকারণে
রমনার হ্রদে হৃদয় বাজি রাখা প্রেমের প্রতিশ্রুতিদের সমাবেশ দেখি
সমস্বরে তারাই আবার থামিয়ে গান, দেয় শ্লোগান , নিপাত যাক , নিপাত যাক
উত্তাল যৌবনের সঙ্গেই তাল রেখে গেলাসে ভরা আবেগ-আপ্লুত ভালোবাসা
কালিক যাত্রায় আবার গেলাসের তলায় জমে থাকে প্রেমের পেলব পরশ ।
মধ্যাহ্ন পেরুনো মূহুর্তরা দ্রুত আগ্রাসি হলেই অর্জন-বিসর্জনের হিসেব কষা
সম্পত্তির মাপ-জোক, দলিল-দস্তাবেজ , ব্যাংকের বিবরণিতে চোখ রাখা
নাকের ডগায় নামিয়ে আনা চশমা দিয়ে , জানি কখনই যায় না চিত্ত চেনা
তখন কেবল বিত্তের হিসেব নিকেশ, দেনা পাওনার ছক কাটা প্রতিনিয়তই।
রোমান্স তখন নেমে আসে নো ম্যান্স ল্যান্ডের প্রান্তিক অবস্থানে অকষ্মাৎ
প্রয়োজনে পরিচালিত পদক্ষেপগুলো কুচকাওয়াজরত সৈন্যদের মতোই পরিমিত
এভারেস্ট বিজয়ের স্বপ্ন তখন ধূসর মেঘে হারিয়ে যাওয়া দিক-দর্শনের নক্ষত্র
সমুদ্র-তীরে বসে থাকা নীরবে , জলে ডোবার সাবধানী শঙ্কা তখন মনে।
অস্তগামি সূর্যের মতো ভূমিকা বদলায় বার বার জীবনে আমার
কখনও দীপ্ত শিখায় জ্বলে ওঠা, কখনও হয়ে যাই আঁধারের আধার ।
১১ই জানুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed
আয়নাবাজি ছবিটি দেখে লেখা এই কবিতা