জ্যোৎস্নার জলে জ্বর

জোৎস্নার বৃষ্টিতে সেদিন ভেজা হলো দুজনেরই
তবে ভালবাসার জ্বরে ভুগছি কেবল আমি দীর্ঘদিন
অথচ তুমি আছো নির্লিপ্ততার এক কুশলী নীরবতায়।
যুক্তির হিসেব কষে চিকিৎসক দিয়েছেন হাল ছেড়ে।

শীত বসন্তে উহ্য এ উত্তাপে অল্প স্বল্প কল্পলোকে বসবাস
আমিও চাইনি নামাতে এ ব্যাধি , বাধ সাধো যতই তুমি আজ।
এই তো সেদিন ঝুল বারান্দা থেকে প্রায় প্রজাপতির মতোই
নেমে আসা দু জনার; শিশির-সকালে শেফালি তোলা নির্বিঘ্নে।

জ্যোৎস্নার জলে নিমজ্জিত ছিলাম, নিমগ্নও মনের আনন্দে
ডুব সাঁতারে তোমার দক্ষ হৃদয় উঠে এলো ভিন্ন এক কুলে
অস্পষ্ট এক চাঁদের স্পর্শে আমি তখনও আসক্ত রূপালি আলোর
কালো মেঘে ঢেকে যাবে মনের নিকোনো উঠোন ভাবিনিতো আগে।

তাইতো পূর্নিমার চাঁদ দেখলেই ইদানিং ইতস্ততই করি বার বার
ক্ষয়িষ্ণুতার সূচনা এই বিন্দু থেকেই, প্রত্যাবর্তন অমাবস্যায় আবার।

৫ই মে ২০১৫, ম্যারিল্যান্ড।
Copyright: anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *