শব্দের বুদ্বুদেরা আজকাল সমবেত হয়
সকাল সাঁঝে, বেলা–অবলোয় অলিন্দে তোমার
গেলাসে গেলাসে কখনও সখনও, শব্দ পান কর আকন্ঠ
নিমজ্জিত থাকো নিঃশব্দ নেশায়, নিজেরই নূপুরের নিক্কনে।
স্থপতি মন তোমার এমন নকশা আঁকে কেন তবে
বাস্তবায়নের এক পরাবাস্তব নেশায় আমি খেটে চলি রাতদিন
বেছে বেছে শব্দ জোগানের জন্য ভগবানের হই শরণাপন্ন
কৃপায় কৃতার্থ করেন তিনি আমায়, যথাশব্দ অভিধান তখন অন্তরে অন্তরে।
নির্ভেজাল সত্বা সন্ধান করো প্রায়শই আজকাল
পোশাকি শব্দের আড়াল থেকে প্রাণজ প্রণয় খোঁজো হয়ত
অথবা কেবল কল্প-বিলাস আমার শব্দ-শ্রমিকের মতো খেটে যাওয়া
প্রেমের যে প্রাসাদ গেঁথে চলি সুখের শখে,বসবাস তাতে অন্যকোন মুকুটহীন রাজার।
নিপুণ নিবিড়তায় নীরবেই পড়ো শব্দদের তুমি
শব্দরা তখন সমর্পিত সৈনিকের মতো পরাস্ত নৈঃশব্দের কাছে
অনুভবের অলিন্দে তখন গহীন গোপনে যাওয়া আসা ক্ষণে ক্ষণে
চকিতে দেখা চাঁদের কিয়দংশ, আবার হারাও হরিণির মতো বনে।
বাঁশিওয়ালা বালক বাজিয়ে চলে বেসুরো সুর তার গলির ধারে
গাড়ির ভেঁপুতে ধোঁয়াশা শহরে হারায় সে সুরধ্বনি বারে বারে।
১লা জানুয়ারি ২০১৭ ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed