বড়ই হিসেব কষা জীবন আমার ,
তোমার এবং তাদেরও
সেকেন্ডে, মিনিটে ঘন্টার কাঁটায়,
কাটায় জীবনের মূহুর্তরা সব।
মাসেতে , বছরেতে কী অদ্ভূত এক বিভাজন
তবু খোপে খোপে আটকে রাখি সময়কে,
যেন খোপায় তোমার আঁটানো বেলি ফুলের গুচ্ছ গুচ্ছ মালা
সময়েরা সব, তবু ও খসে পড়ে দিনেরা জানি
রাতের এক গহীন-গাঢ় অন্ধকারে ।
বর্ষবরণের অভিনয় করে যাই
বছর বছর তুমি, আমি এবং তারাও
বরণ যে করি বছরকে আমরা,
সেতো হরণ করে সবটুকু সময়
পণবন্দী সময়কে ছাড়ানোর
আকুলতাগুলো কুল পায় না কখনই
“পেয়েছি , পেয়েছি” বলে চিৎকার করি
শীৎকারের মিথ্যে সুখে ,শুভঙ্করের অশুভ হিসেবে
যোগেরা সব হয়ে যায় বিয়োগেরই নামান্তর।
পুর্ব পুরুষেরা আমাদের কী আশ্চর্য বিচক্ষণতায়
কষেছিলেন কড়া গন্ডার হিসেব নির্ভুল নিপুণতায়
নইলে বলো পঞ্জিকার পাতা উল্টেই
শুভ শুভ বলে বিশ্বে বাজিমাত করতে রাজি হই কেন
টাইম স্কোয়ারে বল পতনেই কেনই অবিচলিত উল্লাস
মদের গেলাসে মূহুর্র্মহু চুমুক, আলিঙ্গন বার বার
প্রাণের প্রাঙ্গনে প্রিয়জনকে অনুভবের আনন্দে।
এই প্রবঞ্চনার প্রবল প্রতাপে, চুপ থাকি তবু আমি,
পাছে লোকে বলে পাগল আমায়।
পাঠশালার সেই প্রথম পাঠের মতোই বলে যাই শুভ নববর্ষ
ক্ষয়ে যাওয়ার ক্ষতিতে ক্ষুব্ধ থেকেও, অনুভব করি দিগন্ত-জোড়া হর্ষ।
৩০শে ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed