সেই দিনের প্রতীক্ষায়

কর্কট কষ্টের কষে আবৃত থাকি আজকাল
যখন শুনি তুমি ভাল নেই আদৌ তোমার ঐ প্রান্তে
ক্ষুব্ধ হয়ে থাকি আমি ক্ষতির কোন খবরে
মাঝে মাঝে চোখে নামে অশ্রুদের জোটবদ্ধ মিছিল।

প্রতিবাদের কন্ঠরোধ করি , প্রতিশোধের আশঙ্কায়
পাক খাওয়া সরীসৃপের তখন দৈর্ঘ্য বাড়ে আরো খানিকটা
আষ্ঠে-পৃষ্ঠে জড়াতে চায় হুমকি কিংবা হুকুমে
বিদ্রোহী হও কখনও তুমি, কখনও সমর্পিত নিয়তির কাছে।

ব্যক্তিক এবং সামষ্টিক মঞ্চের মল্লযুদ্ধে মল্লিকারা পরাস্ত প্রায়শই
কিন্তু অত সহজতো নয় দানবীয় বিজয়ে মানবিক বিপর্যয়
গলির ধারের মুদি দোকানের ঝুলন্ত পাল্লার পরিমাপের চেয়েও
নির্ভুল যাঁর মাপ, তিনি কি কখনও দানবকে করেন মাফ !

নীরবে দেখেন মঞ্চস্থ নাটক কেবল , পুতুল খেলার ওছিলায়
কুশিলবেরা কৌশলে ভোলাতে চায় যতই , ভোলানো তত সহজ নয়
রাখাল বালকের বাহ্য বালখিল্লতায় দড়ি করেন এতটাই হাল্কা
গর্দভ ছাগলেরা স্বেচ্ছারিতায় অতিক্রম করে যায় বেড়ার বৈধতা।

কানায় কানায় কষ্টের কলস যখন পূর্ণ হবে তোমার, উপচে পড়বে
অশ্রুরা যখন গন্ডদেশ বেয়ে
তখনই , ঠিক তখনই তিনি প্রতিশ্রুতি পালনে আসবেন নেমে
দানবের বিপরীতে নিশ্চিত ধেয়ে।

২৮শে ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *