পশলা বৃষ্টির মতোই মাঝে মাঝে
শব্দরা তোমার নেমে আসে সকাল সাঁঝে
শুষ্ক উঠোনে আমার, কিংবা উনুনে উস্কে দেওয়া
আঁচের মতোই প্রেমের আগুন জ্বলে ধুকে ধুকে ।
খুব যে পুড়ে হই ছাই তা কিন্তু নয়
হলে তো একদম নিঃশেষ হতাম নির্বিশেষেই
বরঞ্চ ছাই চাপা আগুন হয়ে যায় ভালোবাসা
ধীরে ধীরে পোড়ায় মন যতটা
তার চেয়ে বেশি আলো দেয় চিত্তের অন্ধকার চত্বরে
তাই সে আগুনের গুণ আছে ফাগুনের হাওয়ার মতোই।
মাঝে মাঝে যে উধাও থাকো পাতার আড়ালে
কর্মিষ্ঠ কাঠবেড়ালির মতো এ ডালে ও ডালে
তখনও খোলা জানালার দিকে চেয়ে থাকি আমি
পাছে এসে টোকা দাও জানালার স্বচ্ছ কাঁচে
নিষ্ফল প্রতীক্ষায় আলস্যে কাটায় মূহুর্তরা সব
রবি ঠাকুরের শরণাপন্ন হই নির্লজ্জ নিষ্প্রভতায়
আমার ঐ পথ-চাওয়ার আনন্দে শান্ত থাকি বরাবর
সান্ত্বনাই বলতে পারো রাবিন্দ্রীক কূট-কৌশলে।
হঠাৎ আলোর ঝলকানির মতো জ্বলে ওঠো যখন
প্রেমের পালে লাগে অনুক্ষণ অনুকুল বাতাস ।
তরতরিয়ে তরী যখন ভেড়ে তোমার ওই সবুজাভ তীরে
ততক্ষণে ফেরারি পাখি মন তোমার দ্রুত যায় ফিরে।
২৬শে ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed