কথা ছিল তবক দেওয়া ক্ষীর খাওয়াবো তোমায়
কথা ছিল চর্যাপদ থেকে তুলে আনবো কাব্য-কথা
কথা ছিল নায়াগ্রার জলপ্রপাতে ভেজাবো মন তোমার
কথা ছিল রাখবো কথা অন্তহীন, গড়িয়ে যদি যায় সময় ।
মনের সিন্দুকে বন্দী এ কথাগুলো বলা হয়নি কখনও
শুধু তোমার চোখের সমুদ্রে নেয়ে উঠেছি বার কয়েক
ঘন নিঃশ্বাসের বাতাসে উড়েছে আমার কল্পনার পাল
তুমি বুঝেছো কী বোঝোনি সেকথা বোঝানো হয়নি আর।
অন্তত শব্দের মালা গেঁথে পরাতেতো পারতাম জন্মদিনে তোমায়
নিঃশব্দেই জানতে তুমি শব্দগুচ্ছগুলো ফুটেছে কেবল তোমারই জন্যে
ব্যর্থতার এ দায়ভার নিয়ে, অনুযোগের অনুশোচনায় কেটে যায় অনুক্ষণ
মুক্তি-জয়ের আনন্দে ছিলাম বিভোর এতটাই যে বুঝিনি কখন হলো ভোর।
ঊষার এ আলোয় ভিজে থাকো তুমি অনন্তবেলা, কাল থেকে কালান্তরে
সংগোপনে শুধু অনুভব করে যাই তোমার হৃদয় বীণার সুর গভীর অন্তরে।
২০শে ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed