এখনতো মনে হয়
কোটি কোটি বছর আগে কোঁচরে তোলা কাঁচা আমের
আস্বাদে আশ্বস্ত ছিল ভালোবাসা অরণির ।
শৈশবের সারল্য তখনও ছায়া দিয়েছিল তার যৌবনের মৌবনে।
তখনও বুঝি আসেনি ভ্রমরেরা নির্ভয়ে কাছাকাছি তার ।
সেই বরঞ্চ ডাগর চোখের অনন্ত সাগরেই ভাসালো অরিন্দমকে
নেকাবে ঢাকা এক তরুণী যেন, অভিব্যক্তি যার চোখের আবর্তেই আবদ্ধ ।
চুম্বক চোখেই তার আটকে গেল শম্বুক গতিতে চলা ভালোবাসা।
তিথীডোরের কাহিনী পড়ে
অগত্যা অরিন্দম তাকে ভালোবাসে যদি, সেই সরল বিশ্বাসে
দিয়েছিল সে বইখানি , রূপোলি তবকে মোড়ানো পানের মত
পান্ডিত্যের অহম বোধে পাত্তা দেয়নি অরিন্দম তখন
আলতো চুম্বনের উনুনে ঊষ্ণতায় পুড়ে যায় অরণির অরক্ষিত হৃদয়।
কোটি বছর পেরিয়ে গেল সেই থেকে , অর্ধেক স্বপ্নে , অর্ধেক জাগরণে
এখনও মাঝে মাঝে অরিন্দম পাতা উল্টায় সেই তিথীডোরের
চোখের জলে ভেজে জীর্ণ পাতা, যেখানে একদা ছিল প্রেমেরই ফাঁদ পাতা।
মনের তাগিদে তন্ন তন্ন করে খোঁজে , লুকিয়ে আছে অরণি কোথাও না কোথাও
ব্যাক গীয়ারে রাখে পা , অলিতে গলিতে উঁকি-ঝুঁকি, অরণি যে কোন অরণ্যে ঊধাও।
৭ই ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed