ভিন্ন বিন্দু বৃষ্টি

হলদে যখন ঘাসের রং পান্ডুর রোগে রক্তশূণ্য রীতিমত
সব্জির বাজারে সবুজ এতটাই ম্লান এবং দূর্মূল্য ,
পদ্ম ফোটানো দীঘির ঘাটে পদ্মার ইলিশ ফর্মালিনে পরিপুর্ণ
হৃদয়ের রূপালি মুদ্রায় কিনবো তাকে, এমন ইচ্ছেই করে না আজকাল
মুখ দেখার ভাণ করে অযথাই দেখি মুখোশ কেবল বার বার
খরগোশ এ মন থাকেনা আবদ্ধ কোন ক্রমেই কৃত্রিম রঙের আবর্তে ।

চিত্ত চাঞ্চল্যে অযথাই ছুটোছুটি বনে বাদাড়ে, বিদগ্ধ স্নিগ্ধতার সন্ধানে
তাই অকষ্মাৎ মেঘ না চাওয়া বৃষ্টির মতো তোমার শব্দগুলো
শীতার্ত এই বিকেলে নেমে এলো যখন প্রান্তিক প্রাণের পল্লবে
ঠিক তখনই মনের মাঠের মিলন প্রত্যাশি মলিন ঘাসগুলো
হলো সবুজ, কল্কে পেল কবিতার অবহেলিত অবয়ব অবশেষে।
হয়ত আবার কবিতার কলস থেকে উপচে পড়বে শব্দগুলো আমার।

তাই যদি হয় , তবে সে হবে তোমারই ধ্বণিত শব্দের প্রতিধ্বনি
হৃদয়ের তারবিহীন সেতারে বারে বারে তা উঠবে রনি রনি

৭ই ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *