কোন কোন সুখ আছে
যা হৈমন্তী অপরাহ্নেও আনে বসন্ত-বাতাস
আনন্দও আছে কোন কোন
অকালের সকালেই যা ফোটায় সম্ভাবনার ফুল।
নিমজ্জিত মন যখন অকস্মাৎ জেগে ওঠে
এবং উজানের ঊচ্ছাসে গান গায়, তখন অবাক
হয়ে দেখি হৃদয়ের রিডগুলো সুর তোলে বার বার
বেসুরো যদিও, যেন এক মরচে-পড়া হারমোনয়িাম ।
তবুতো হার -না -মানা অনুভবেরা সব দাঁড়িয়ে পড়ে
আশ্চর্য এক ক্ষিপ্রতায়, কুচকাওয়াজের সৈন্য তারা
তুমিইতো জাগালে তাদের, অধিনায়িকার ভূমিকায়
যেমনটি দেখেছিলাম কোন এক বনভোজনে
বন-হরিণীর মাথায় ক্রিকেটের বর্ণিল ক্যাপ ;
তেমনি সেনানীর ভূমিকায় হৃদ্যিক মঞ্চে অবস্থান তোমার
কখন কখনও শাসনের কন্ঠ তোমার চকিতে উচ্চকিত
কখনও শীষ বাজাও বাউন্ডুলে বালকের নিষ্পাপ নিস্পৃহতায়।
স্পৃহা হয়ে জেগে ওঠো মাঝে মাঝে,কুশল বিনিময়ের কৌশলে তুমি
প্রাণের প্রণোদনায় আমিও জাগি নীরবে, ইথারে শব্দদের যাই চুমি ।
৫ই ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed