বিবেক বাবুর ঘুম ভাঙানিয়া গান

যুদ্ধ যুদ্ধ খেলছি প্রতিদিন আমরা জানি
প্রতিপক্ষ কখনও আমি , কখনও আমার ছায়াখানি ।
বিবেকের বিশালতাকে খাটো করি কোনদিন
কোনদিন মেনে নিই চওড়া সুদে বিশাল ঋণ ।

বিবেক বাবুর এই যে বসবাস মনের অন্তপুরে
গেয়ে যান গান কখনও বেসুরো কখনও বা সুরে
বদলে দেন দর্শন অবলীলায় , দংশনে মাঝে মাঝে
উল্টো পথে হাঁটি- সময় যা হোক, সকাল কিংবা সাঁঝে ।

আমরাও জানি ঘুম পাড়ানি গান, বিবেক বাবুর জন্য
হৃদয়ের সংসদ স্থগিত করে মাঝে মাঝে যেন হই ধন্য।
অকষ্মাৎ উৎকোচে হই উৎসাহী, বাসনা তখন উদগ্র
ব্যাঙ্কের অঙ্ক যতই কষিনা কেন , দেখি এখনও হইনি সমগ্র।

পূর্ণতা প্রার্থি এই যে আমরা রয়ে যাবো কি তবে অপূর্ণ হয়ে
নাক ডেকে ঘুমোবেন কি বিবেক বাবু , সময় কী যাবে কেবলই বয়ে !
ঐ শোনো ঘন্টা বাজে ঘড়িতে এখন, আড়মোড়া দিয়ে উঠবেন বাবু
দূর্নীতি রীতি-রেওয়াজেরা এখন পুরোদমেই আনত হয়েই হবে কাবু।

বিবেক বাবুর দীর্ঘায়িত নিদ্রায় , বিনিদ্র থেকেছে বিশ্বে সংখ্যায় লঘু যারা
কোথাও হিন্দু , কোথাও মুসলিম , খ্রীষ্টান বৌদ্ধ যেই হোক তারা
এবার কি তবে অদৃশ্য চাবুকের আঘাতে বিবেক বাবুরা উঠবেন জেগে
নিগৃহীত মনুষত্ব এখন উস্মার আগুনে উত্তপ্ত হয়ে উঠছে রেগে রেগে।

আসুন বিবেক বাবুরা, সমবেত হন আপনারা, সভাস্থল হউক না যত ক্ষুদ্র
কন্ঠে উঠুক কাঙ্খিত শ্লোগান, আঁধার পেরুনো রৌদ্রে হউন একেকজন রুদ্র।

২রা ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *