মাইলে –কিলোমিটারের দূরত্ব দিয়ে কেউ কি কখনও
মেপেছে প্রেমের পরিচিত পথ
প্রতিশ্রুতির উষ্ণ উচ্চারণেই ভালোবাসার নিশ্চিত বিস্তৃতি
দূর্গম পথ ধরে চলে রথ।
শব্দাতীত গতিতে তাই পাঠাই বেগুনি প্রেমের আগুনে কথা
শীতার্ত বিকেলে না হয় পেলে উত্তাপ
প্রায়শই পারিনে দিতে চুম্বন আমি বন্ধনে আবদ্ধ যদিও জেনো
হৃদয়ে থেকে যায় বড় মাপের সন্তাপ ।
কবিতার কথকতায় সেতো দেখি বাহ্যিক এক অন্তঃমিল
অন্তরের মিলের আমি নিরন্তর সন্ধানী
অথচ চৌরাসিয়ার সুরের কাছে পরাস্ত হয়ে যায় বাঁশি আমার
চৌরাস্তায় থাকে ভালোবাসার ক্ষীণ বাণী।
উল্কি আঁকি বাহুতে আমার, লিখি তোমারই নাম সযত্নে নানা রঙে
বেগুনি ফুলে ভরে কাগুজে ঝাঁপি
দূরের তুমি যে কাছের তুমি হয়ে যাও আকস্মিক এক ভালোবাসার টানে
নবীন মাঝি-মন কাছি ফেলে জল মাপি।
প্রেমের পরীক্ষায় যতবার তুমি জয়ী ততবারই হেরে যাই আমি
জয়-পরাজয়ের এমন সমীকরণ সাধনে সিদ্ধ কেবল অন্তর্যামী।
৩০শে নভেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed