ধন্যবাদ , অজস্র ধন্যবাদ তোমাকে হে প্রভু
ধন্যবাদ জানানোর এ এক অপূর্ব অছিলায়
চুমুকে চুমুকে মদের পাশে চলে উদরপূর্তি।
তোমাকেই ধন্যবাদ এই অনন্য সুযোগ দেওয়ার জন্য।
নইলে কোরবাণীর কষা মাংসের স্বাদ পেতাম কোথায়
বলির পাঁঠাগুলো অমন নির্বোধ হয়ে নিহত হতো কী
ধন্যবাদ তোমাকেই অজস্র ধন্যবাদ হে প্রভু
নইলে জিভের জল জিভেতেই শুকাতো অনাদিকাল।
কৃতজ্ঞতা জ্ঞাপনের অজ্ঞতাই আজকাল বড় বেশি-
ভুরিভোজনের আয়োজনে প্রয়োজনে অপ্রয়োজনেই
বধ করা পাখি সাজানো থাকে টে্বিলের মাঝখানে
যেন কফিনে রাখা বিমূর্ত এক শবদেহ ।
ধন্যবাদ জানানোর এই যান্ত্রিক এবং আন্ত্রিক আয়োজনে
আজও আমি সত্যিই করে তোমায় পাই না খুঁজে কোত্থাও
কথা ছিল বিনম্র শ্রদ্ধায় ত্যাগ করবো অহংবোধ আমার
বিনয় নয় , অভিনয়ে কেটে গেল সারাটা জীবন আমার।
অযথা অজুহাতে টার্কি কিংবা গরু অথবা পাঁঠা করি বধ
নীরব স্বাক্ষী হয়ে হাসেন আল্লাহ-খোদা , ভগবান কিংবা গড।
২৩শে নভেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed