হেমন্তের ঝরা পাতা হতে
বড়ই সাধ জাগে মনে আজকাল
তোমার নূপুর পরা পায়ের স্পর্শ পাবো বলেই
শুকনো ধূলোদের সাথে নিত্যই এ একাত্মতা
ভিজে যাই অকষ্মাৎ অকালিক বৈকালিক বৃষ্টিতে
ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে চায় মন আমার
তবু থেকে যাই বিনিদ্র সময়ে মুদ্রা হয়ে নাচের
চৌকষ চোখে দেখি তোমায় প্রাণের আস্বাদ ভ’রে।
বসন্তের ফুল হয়ে ফুটে থাকতে
বড়ই সাধ জাগে মনে আজকাল
তোমার আঙ্গুলের আলতো পরশে জেগে উঠি আবার
অমন সযত্ন স্পর্শ পায়নি কখনও এই পুষ্পিত প্রাণ ।
কখনও ঐ সুনিপুণ খোপার শোভায় লুকিয়েছো আমায়
আবার কখনও সাজি ভ’রে নিয়েছো তুমি অঞ্জলি দেবে
প্রেমের কোন দেবীর পা’য়ে , কোন সকালে সংগোপনে
সেই প্রতীক্ষায় কাটে আমার রাতের পাহাড় নিনির্মেষেই।
বড়ই আশ্চর্য কী জানো
মাঝে মাঝে তূষারের টুকরো হতেও সাধ জাগে
জানি আমার সব শীতলতাকে ভরিয়ে দেবে তুমি
উন্মুখ ঊষ্ণতার এক জুয়েলি জাদুতে মূহুর্তেই ।
নাচের ভঙ্গিতেই কাঠের ব্যালকনিতে ছড়াবে তুমি
পাথর কুঁচির মতো তুষার খন্ড ঊষার আলোয় ।
তোমার ঊষ্ণ দেহের আকস্মিক স্পর্শে জাগবে
আবার কিংবদন্তীর কাহিনীর মতো কিঞ্জল ভালোবাসা।
৯ই নভেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed