খান্ডবদাহে খন্ডিত করে অখন্ড মানচিত্র আমার
কোন সে পাশব শক্তি হৃদয় পুড়িয়ে করে ছারখার
অতঃপর অন্যায় আনন্দে হাসে দানবের অট্টহাসি
আমি চাই অমানুষিক যাবতীয় অনুভূতির প্রকাশ্য ফাঁসি।
ধর্মের অনুভূতি কি ফেইসবুকের ফটোশপে বিনষ্ট হয় সহজে
সস্তাতো নয় বিশ্বাস আমার , ভাঙবে কেউ কারসাজি করে যে
কেন ভয়ংকর রোষে নির্বিঘ্নেই ভেঙে চলো তবে যত মন্দির সব
প্রতিহিংসার আগুনে প্রতিনিয়তই অযথাই করো কলরব।
একাত্তুরের রক্তে কি কখনও বিভেদ ছিল , মুসলিম ও হিন্দুর
বৌদ্ধ-খ্রিষ্টান , আস্তিক নাস্তিকের রক্তপাতে রঙিন জল ছিল সিন্ধুর।
আজ তবে কেন এঁকে চলো তোমরা সকলেই বিভাজনের বিষাক্ত রেখা
তবে কি ভুল ছিল বলো , সে দিনের সব সত্য, সকল স্বপ্ন দেখা ।
ভুলে গেলে হায় জাতির জনকের সেই অমোঘ বাণী –
ভূমিষ্ঠ বাংলায় গরিষ্ঠ-লঘিষ্ঠের সংজ্ঞা আর নাহি মানি-
অংক কষে প্রত্যহই বলো কেন সংখ্যায় কেবা লঘু, কেবা হয় গুরু
ইতিহাসে দেখো, এমন করে তো একাত্তুরে বাঙালির হয়নি যাত্রা শুরু
ঈশ্বরে-আল্লাহ’য় –ভগবানে বিভেদি বিবাদ বাদায় যারাঅযথাই অহরহ
ঘৃণার আগুনে ঘৃতাহুতি দেয় যারা, স্রষ্টা হে তুমি তাদের ঘূর্ণিপাকে দাও দহ।
৬ই নভেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed