ছন্দের মেলবন্ধনেই থাকো কিংবা মুক্ত ছন্দে
তোমাকে দেখি বরাবর কবিতার মতোই
স্মিত এক সত্বা নিয়ে উপমার ঊষ্ণতায় পরিপূর্ণ
লেখা কবিতারা লজ্জায় মুখ লুকোয় কলমের আড়ালে
শব্দের গাঁথুনি তো থাকে তোমার গালের ব্যঞ্জনায়
কবিতা লেখা হয় তোমার ঊর্বশী নাচের মনন মুদ্রায় ।
হলদে হেমন্তের পাতারা আজ শ্রান্ত হয়ে ঝরে পড়ে
আসন্ন শীতের আশংকায় বড়ই বিব্রত বনের বৃক্ষরাজি
সবুজ পাতারা ক্রমশই ইতিহাস হয়ে যায় এখন কেবল
দমকা বাতাসের দূর্দন্ড প্রতাপে অশ্রুর মতো ঝরে পড়ে
দুমড়ে মুচড়ে যাওয়া পাতার ভীড়ে, ভীরু পায়ে এগিয়ে আসো
অতঃপর ছন্দে-ছন্দে হেমন্তের হিমেল বাগানে বসে বসন্তের মেলা।
কবিতা হয়ে যাও একাই তুমি, ছোপ ছোপ বাসন্তী রঙে রাঙাও বিরোহী বিশ্ব
আর তখনই মনে হয় , ধ্রুপদী প্রেমিককুলে আমিও নই নিতান্তই নিঃস্ব।
৩১ শে অক্টোবর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed