বিষাক্ত বাতাস এবং অধর্মের কল

ঝড়ো বাতাসেরা আজকাল অযথাই নাড়ায় অধর্মের কল
আর তাতেই নৃত্যে নতজানু হয় কোন কোন ভৃত্যের দল ।
বিমূর্ত অনুভবের কথা বলে পাথুরে মানুষেরা আজকাল
ভাঙ্গে মানুষের মন, মূর্তি ভাঙার অজুহাতে সাঁঝ সকাল ।

আলোর আগুন গৌণ তখন ,গুণ শুধু বাস্তু পুড়াতে
দেখি নীরোর বাঁশি বাজিয়ে তারা ব্যস্ত ঘুড়ি উড়াতে ।
ধোঁয়াটে মেঘ পেরিয়ে ঘুড়িতো পৌঁছুবে না খোদার আরশে
যতই করো সখ্য তুমি , গলাবাজি ,উঁচিয়ে গলা সারসে।

হৃদয় তোমাদের খুঁজে দেখ শুণ্য সেটা, পূর্ণ কেবল কিছু পাথরে
অনুভূতি-টনুভূতি অজুহাত কেবল, মানবতা দেখো কাঁদে কাতরে।
জীবনে যারা অহরহই ভাঙে কবিতার শব্দ ও ছন্দ
তাদের কাছে মিলন বড় নয়, বড় হয়ে ওঠে প্রাত্যাহিক দ্বন্দ্ব ।

ধর্মের লেবাসে খড়্গ হস্ত হবার অবকাশ দেননি কারও কোন প্রভু
অনুভূতির অজুহাতে ভাঙতে পারে না মনুষত্ব , কেউ কভু।
দীপের আলো নিভে যায় বার বার , উৎসব সব হলে শেষ
প্রার্থনা করি আলোকিত মানুষরা আনুক মানবতার সমাবেশ ।

৩০ শে অক্টোবর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *