মিল অমিলের ছন্দের স্বাচ্ছন্দ

সূর্যাস্তেই হবে দিনের নিশ্চিত অবসান
এমন দিব্যি কেই বা কখন দিলো তোমায়
কিংবা রাত পোহালেই পূর্ণিমা হারাবে সত্বা তার
এ তত্ব নিয়ে কতকাল আর মিথ্যে র’বে সত্য হয়ে।

দিনে রাতে এ তফাৎ কেবল আঙ্কিক হিসেবেই আঁকা
গড়মিলে গণিত গুলিয়ে গেলে জেনো সবটুকুই ফাঁকা ।

হেমন্তে-বসন্তে বৈমাত্রিক বৈরিতা দেখে যারা অণুক্ষণ
সুক্ষ হ’লেও খোঁজে না কেন তারা সহোদরা সম মিল
বর্ণচোরা পাতারাও তখন রং’এর আভরণে ভরে প্রকৃতির কোল
ফাল্গুনী ফুলের ফুরফুরে ভাবটা থেকে যায় ঝরা পাতার অন্তরালে।

বিভাজনের বিয়োগে কষো না এ অঙ্ক তোমার নিত্যই অহরহ
প্রত্যাশার পদক্ষেপণে আজ হয় মিলন, কাল যা ছিলো বিরহ।

বন-জঙ্গল পেরিয়ে অজগর সাপের মতোই নদী চলে এঁকেবেঁকে
সমুদ্র সে কতদূর বোঝেনা সে বাহ্যত লক্ষ্যবিহিন ঐ অভিযাত্রায়
হৃদয়ের গভীর ভেতরে পুষে রাখে সাগর প্রাপ্তির পরম প্রত্যাশা
ঠিক দেখো ধীরে ধীরে, অধীর হওয়া সত্বা মেশে সাগরেরই সঙ্গমে।

আসলে স্মিত হাসিতে , বিরোহ বাঁশিতে বাহ্যিক কেবল প্রাত্যহিক এ দ্বন্দ্ব
গড়মিলের গোঁজামিলেও তাই অমিল যতটা, ততটাই থাকে নিরবিচ্ছিন্ন ছন্দ

২৮শে অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *