শেষ নির্বিশেষ অশেষ

গণিতের গণপথ ধরে গড়িয়ে যাওয়া পথিক এ মন
থমকে দাঁড়াবে কোথায় কোন শান বাঁধানো ঘাটে
সে কথা জানেনা সে নিজেও আজও, মধ্যাহ্ণ পেরুনো মূহূর্তে
কেবল জানে সুনিশ্চিত , পঞ্জিকার পাতা দ্রুত পাল্টায়
অংকের হিসেবেই আসে দিন রাত্রি , অন্তরে প্রত্যহই কালান্তর।

প্রবর্তনার সেই আদিকাল থেকেই পরির্ব্তনের প্রতিশ্রুতি
রূপান্তরের মধ্য দিয়েই বয়ে চলা রূপারূপের যাত্রাগুলো
শেলির কল্পলোকের সেই শুভ্র এক খন্ড মেঘ হয়ে ভেসে যাই
অখন্ডতার সন্ধানে মিশে যাই আরেক চিলতে মেঘের সাথেই
অবশেষে নেমে যাই মর্ত্যলোকে অঝোর ধারায় বৃষ্টি হয়ে ।

কোথাও দেখো কেবলই কাদা, কোথাও সদ্য নেয়ে ওঠা কণক চাঁপা
সেতো শুধু তোমার দৃষ্টির তারতম্য , অবস্থানের ভিন্ন ভিন্ন অবস্থা
ফুল ফোটাবার , ফল ফলাবার প্রতিশ্রুতি নিয়ে কেবল আসা যা্ওয়া
কখনও পলিমাটির প্রাণে প্রবেশ, কখনও বা বাস্প হয়ে আকাশ যাত্রা
আবারও নেমে আসি এই ধরার গন্ডদেশে প্রকৃতির অজস্র অশ্রু হয়ে।

যাওয়া আসার এই নিত্য খেলার শেষ আছে কি কোথা্ও, কোথায়ই বা শুরু
কান্না-হাসির তফাৎই বা কোথায় , কে তবে শিষ্য , কেই বা বলো গুরু ।

২৬শে অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *