ফেইসবুকের প্রসাধনী প্রয়াস

আজকাল সব খবরই পেয়ে যাই ওই ফেইসবুকের সৌজন্যে
রাশির হিসেব , ভাগ্যরেখা সবই গণনা করে ঐ ফেইসবুক
এমনকী এইতো সেদিন দেখলাম কবে মরে যাবো আমি
সেই সন তারিখও জানান দিলো ফেইসবুকের পাতায়।
প্রথমে চমকে থমকে গিয়েছিলাম , আতংকে ছিলাম অস্থির
পরে বুঝলাম বৈদ্যূতিন বিশ্বের এ এক বিস্ময়, এখন সব স্থির।

লুকোবে কোথায় তুমি আজ বলো , হাঁড়ির খবর নেওয়া
গাঁয়ের প্রতিবেশির মতো ফেইস বুক জানান দেয় হেঁসেলের খবর
খাবার টেবিলে মাছের চচ্চড়ি কিংবা চটজলদি রান্না করা পটলের ঝোল
সবই তো পেয়ে যাই ফেইসবুকের কল্যাণে, জিহ্বায় আসে জল।
তোমার উনুনের কাঠ হয়ে জ্বলি কখনও , কখনও ফুল হয়ে ফোটা
ফেইসবুক সব খবরই দেয় , নিঃস্বতার মধ্যেও কম্বল কিংবা লোটা।

প্রসাধনী প্রেম বিতরণ করো , ফেইসবুকে যখন তখন , যত্র তত্র ইচ্ছে মত
মুখের স্নো পাউডারের মতোই মুছে যায় দ্রুত, আটপৌরে সত্যটাই থাকে পড়ে
ভালোবাসার আলোক চিত্র প্রদর্শনী চলে , ফেইস বুকের দেয়াল জুড়ে
তার কতটুকুই বা মুখ , মুখোশই বা কতটা মেপে দেখে না কেউই কখন্ও
তাই চলচ্চিত্রের চালচিত্রের মতোই সেলুলয়েডের পর্দায় দেখি চলমান দৃশ্য ।
তার কতটাই বা স্পর্শ করি আমি , অবশিষ্টটা থেকে যায় বরাবরই অস্পৃশ্য।

গলফের বলের মতোই গড়িয়ে যায় ভালোবাসা সবুজ ঘাসের গালিচায়
পটোম্যাকের পারে যতই বসি আমি , চোখে বয়ে যায় মেঘনা আরিচায়।

২০শে অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *