গুটি গুটি পায়ে গত হয়ে গেল, মূহুর্ত এবং সম্ভবত মাসও
চিত্ত-চাঞ্চল্য ভরা সেই চোখ এখনও স্বপ্নের আঙিনায় আসে
ভাসে এক খন্ড নক্ষত্রের মতো, আমার পানা পুকুরের পানিতে
তারই দিকনির্দেশনায় এগোয় আমার মন ছায়াপথে কায়া হয়ে।
বুদ্ধি ও বোধির এমন বিস্ময়কর সংগম দেখিনি আগে কখনই
সম্পুরক হয়ে থেকে যায় একে অপরের, আনে অপার পূর্ণতা
পোশাকি সবুজের ভেতরে , সবুজ যে রয়ে গেছে অন্তরেও’
সেইতো প্রথম সেই সত্য অনুধাবন করি নান্দনিক আনন্দে ।
কোলাহলের হলাহলে বরাবরই এক চিলতে মেঘলা শান্তি চাই আমার
ঠিক তোমার জ্বলে ওঠা চোখের তারার চার পাশে জলজ মেঘের মতো।
কষ্টে যার ঝরে পড়তে পারতে পারে পথ জুড়ে প্রথমে বিন্দু কয়েক অশ্রু
তার পর জ্বলজ্বলে নক্ষত্রের মতোই পথ দেখায় সে লাবণ্যক প্রেমের।
অমিতের মতো অমিতব্যয়ী ভালোবাসা নিয়ে এগুতে পারিনি আর
চোখের গভীরেই খুঁজেছি অবুঝ সবুজ , চোখেতেই গোটা সমুদ্দুর পার।
১৭ ই অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed