সোনা রঙে স্নান করা পাইন গাছের শাখায়
কর্মিষ্ঠ কাঠবেড়ালি এই আমি গুটি গুটি পায়ে
গোড়া থেকে উঠে যাই প্রত্যহই এক শীর্ষ বিন্দুতে
মেঘ ভাঙা কাঁচা হলদে রোদ্দুরকে হৃদয়ে ধরে
এগিয়ে যাই সবুজ পাতার অবুঝ সান্নিধ্যে
অতঃপর পৃথিবীতে নেমে আসে স্বপ্নিল স্বর্গ।
কিন্তু মাঝে মাঝে তেঁতুল গাছের ভূতেরা সব
তেড়ে আসে স্বপ্নের সংক্ষিপ্ত আঙিনায়
মুখোশের মতোই মুখভংগিতে ভাঙে প্রায়শই আজকাল
ক্রিস্টাল –স্বচ্ছ স্বপ্নের গেলাসগুলি আমার ।
মোহমন্ত্র ভালোবাসার মদ্যপানে ব্যতিব্যস্ত এ হৃদয়ে
বিকল্প বিভ্রান্তির বীভৎস ছবি আঁকে বিস্ময়কর নির্লিপ্ততায়।
তবু জানি ভালোবাসার এ চালা-ঘর ভাঙ্গবে ঝড়ে , তেমন দূর্বল নয় সে বাসা
নির্মাতা ও বাশিন্দাতো অভিন্ন আদিকাল থেকেই, রুমি ও লালনের সেখানেই আশা।
১৬ ই অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed