জানি
কথা না রাখার কথা বলে গেছেন
উচ্চ স্বরে শ্লোগানের মতো কবিকুল
তবু কবিতায় আজন্ম বিশ্বাসী অরণী
অবিশ্বাস করেছে আপ্ত বাক্যের মতো উচ্চারিত
ভূত ও ভবিষ্যৎ নিয়ে কবিদের সেই কথা
মনে করেছে এ বুঝি কেবলই কথার কথা।
অথচ,
কী আশ্চর্য আঙ্গুল পুড়িয়েই অরণী শিখলো
আগুণের লেলিহান লোভের ললিত কথা
যতটা পুড়েছে আগুন নিজে , পুড়িয়েছে তারও বেশি
ছাইয়ের মতো বিচূর্ণ সত্বা নিয়ে অরণীর বসবাস এখন।
জানেনা অরিন্দম আদৌ , আগুন জ্বালানোর ক্ষমতা
থেকে যায় অরণীদের অন্তরে নিয়তই, বরাবর।
একদা,
কাব্য-কথার কলসে ভরেছিল অরিন্দম তার কষ্টকাহিনী
অরণির বুদ্ধিদীপ্ত ডাগর চোখে তখন বিন্দু বিন্দু জল
আশ্বাসে বিশ্বাস রেখেই এক নিঃশ্বাসেই পড়েছিল কথাগুলো
বোঝেনি কেবল মুছে যাবে অক্ষরগুলো সব, সামনে ব্ল্যাক-বোর্ড ।
এখনও অরণী হিসেবে কষে চলে অঙ্ক স্যারের ফর্মূলায়
বোঝে না আজও হায় সরল অঙ্ক , জটিল অতশিয়।
তারপর
মরীচিকায় অরণী দেখে মরুদ্যান এখনও , কখনও কখনও।
নির্বিঘ্ন নির্লিপ্ততায় অরন্দিম থাকে নিরাপদ দূরত্বে
প্রজাপতি মন নিয়ে কাছে এসেছিল যে একদা সে অরণীর
সে তো কেবল এ-ফুল, ও-ফুল বিহারি বিলাসি অভিযান ।
অস্বীকৃতির ফণি-মনসা এখন ফণা তুলে ধেয়ে আসে
আর কতদিন বলো খেলাবে এ সাপ বেদনাসিক্ত বেদেনী।
তবে
এখনও মাঝে মাঝে অরিন্দম গায় ভালোবাসার বেসুরো গান
প্রতিশ্রুতি চাইলেই , প্রশ্রয় দেবে না বলে জোরে দেয় পিছটান।
১৩ ই অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed