বছর ঘুরে ঘুরে আসে ওই প্রতারক রোদ
ঊষ্ণতায় যার ভূমিকা কেবলই নির্লজ্জ নৃত্য
আলোতে যতই আগ্রহী হয় এ মন
হিমেল আচরণে হয় প্রবঞ্চিত এ পাখি প্রাণ
কাঁথা কম্বলে অগত্যা খোঁজে ক্ষণিক আশ্রয়
প্রকৃতি যখন সর্বত্রই নিদারুণ নির্দয়।
অনুর্বর তর্কের জমিতে ফলে কেবল বিভেদের ফসল
মানুষ সেখানে গৌণতায় মৌন নিতান্তই
জ্যামিতির নিয়মেই জানি আলো ও ঊষ্ণতার মধ্যে সম্পর্ক
আপেক্ষিক অনুপাতে চলে সমান্তরাল বরাবর
তখন বিপন্ন বিষ্ময়ে দেখি চকচকে আলো চিত্তকে রাখে
উষ্ণতার জন্য এক অনন্ত চাতক- প্রতীক্ষায়।
আলোর এমন সাংবাৎসরিক প্লাবন দেখি মুগ্ধ বিস্ময়ে
গাছের পাতারা যেখানে ভিজে একাকার আলোরই বন্যায়
সোনালি রঙে খসে পড়ার আগে হৈমন্তী পাতারা আজ
দোলে দোদুল দোলায় শৈশবের সেই পিঁড়ি বাঁধা দোলনা যেন
কেবল তন্ন তন্ন করে তণু মনে কোথাও পাই না সন্ধান
সেই উত্তাপের , আলোর সঙ্গে সম্পর্ক যার সম্পুরক সম্পূর্ণ ।
কী আর করা , ফ্যাকাশে মনে ফিকে হয়ে আসে অতএব আলোর আধিপত্য
উষ্ণতার প্রতীক্ষায় উন্মুখ এ মন বিমুখ হয়ে যায়, যেন বিতাড়িত কোন ভৃত্য।
১২ ই অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed