অবিরত অন্বেষায় শান্তি

[শারদ উৎসব উপলক্ষে]

মহিষাসুরে ছেয়ে যাওয়া এ জগতে , বলো কোথায় পাই
শান্তি দু দন্ড
বদরুলেরা এখন কিরিচ চালায় খাদিজাদের নিরীহ শরীরে
মানবতাতো পন্ড ।
দূর্গত এ দুনিয়ায় বড় দুঃসহ লাগে বহুদিন থেকেই জেনো
দূ্র্গম এ পথচলা
দূর্গত নাশিনীর অর্চনা করি সাংবাৎসরিক আযোজনে জানি
প্রতীক্ষায় কাটে বেলা ।
দানবকুল থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন দেবতারা সে কোন
কাল থেকে
আজও অসহায় মানব জাতি, মুক্তি চায় প্রত্যহই বিভাজনের
এ দেয়াল থেকে।
আস্ফালনে এগিয়ে যায় শক্তিরা যত্রতত্র, খড়্গ-তলোয়ার নিয়ে হাতে
ভক্তিদের অসহায় অশ্রুপাত
জোর করে জগৎ জয়ের অতিরিক্ত অভিলাষের উল্লাসে আলো নিভে যায়
নামে অকস্মাৎ কালো রাত।
তবু আশার আলো হয়নি ম্লান এখনো জেনো মানবতা জেগে রবে বরাবর
হও হিন্দু কিংবা মুসলমান
স্রষ্টাকে যে নামেই স্মরণ করো তুমি , তিনি যে অভিন্ন প্রসাদে ঘোঁচাবেন অবসাদ
হবে সব ক্লেশের অবসান।

শান্তি ভিক্ষা করি সর্বত্রই দূর্ভিক্ষ প্রপীড়িত পৃথিবীতে প্রত্যহই আমি
যেখানেই শুনি শান্তির সুর সেখানেই ছুটে যাই, খুঁজি আলোকোজ্বল আগামি

৮ই অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *