মনের আঙিনা: চোখের আধিপত্য

চোখের সঙ্গে চোখেরই চোখাচোখি, সেতো চিরকালের পুরোনো কথা
কিন্তু চোখ যে হেঁটে চলে যায় চিত্তের সুবিস্তৃত চত্বরে
রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রায় কম্পিত করে যে মনের মন্দির
সে কথা শুনিনি বড় মাপের নাট্যকারদের গ্রন্থিত কোন সংলাপেও
তাঁরা বড়জোর চোখের বর্ণনা দিয়ে যান জীবনান্দীয় আনন্দে
কখনও প্রশ্রয়ী প্রেমিক পাখির বাসা,কখনও বা ডাগর কোন সাগর ভেবে।

হৃদয় ছোঁয়ানো চোখের কথায়, গ্রহীতা হৃদয়ে অনাগ্রহী অনেকেই জানি
আবর্তিত তারা কেবল তোমার চোখের সব চৌকষ এবং বর্ণিল বর্ণনায়
অথচ লেজার রশ্মির মতোই তুমি যে পৌঁছে যাও হৃৎগগনের মাঝামাঝি
নানান রঙে রঞ্জিত করো , রঞ্জন রশ্মির সেই সাদা কালো ডাক্তারি ছবিটাও
তখনই সবুজ দূর্বাঘাসে ভ’রে ওঠে আমার মনের উর্বর আঙিনাখানি
কবিতার মাচায় শব্দের সবজিরা সকাল সন্ধ্যা দোলে দোদুল দোলায় ।

প্রতীক্ষায় থাকো তাই উদয়াস্ত কবে সবজিরা হবে শব্দ, তোমার নিবিড় দৃষ্টিতে
আমার উঠোন কখনও শুকনো নিঃশেষিত , কখনও ভিজে একাকার ওই বৃষ্টিতে।

৫ই অক্টোবর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *