অকষ্মাৎ সবুজ-সংস্পর্শ

মাঝে মাঝে সবুজের জন্য বড়ই আনচান করে এ মন
ধুসরতায় আচ্ছন্ন এক চিলতে মনের উঠোনে
সবুজের সন্ধান করে চলে অবুঝ এ মন সকাল সন্ধ্যা ।
অকষ্মাৎ মনের মুরুদ্যানে মুখোমুখি তুমি এবং আমি ।
এমন নান্দনিক সবুজতো দেখিনি বহুকাল জুড়ে
টিয়া রঙ কেবলতো নয় , টিয়া মনের উচ্ছাসে উষ্ণ এ মন।

মনে হলো সবুজ জলের ধারা নামলো নায়াগ্রার প্রপাতে
উচ্ছল শব্দের সিঁড়ি ভেঙ্গে নেমে এলে যখন সরব প্রাঙ্গনে
সব শব্দ ছাপিয়ে তখন তোমার সবুজ শব্দরাই পেল পেলব প্রাণ।
আগুনের শিখায় যখন চারিদিকে লাল দগদগে ঘা,
প্রলেপ দিলে মেখে , দিলে এঁকে ভালো লাগারই এক চালচিত্র
প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতাকে ডিঙ্গিয়ে তখন সবুজরাই বিজয়ী কেবল।

কোলাহলের হলাহলে হয়রান যখন কোন কোন ভাবুক মন
তখনতো কেবল তোমার চোখেই প্রশ্রয়ী আশ্রয় খুঁজি অনুক্ষণ
কালো চোখের গভীর মণিতে সবুজেরা লুকোয় যখন চিত্ত চাঞ্চল্যে
তখন রঙের কোন বাহ্যিক বাহার আর কাড়ে না ক’ মনোযোগ সহজেই
তোমাতেই দেখেছি সবুজের সমারোহ , সমুদ্রের সেই গভীরতায়
ডুবুরি মন , ডুব সাঁতার দিয়ে তাই পৌঁছে যায় বহু দূরের ঐ নাব্যতায়।

শ্যামল আর শ্যাম বর্ণের এমন সমীকরণ শেখেনি কখনও গণিত-বিমুখ এ মন
অগত্যা বসে বসে , অঙ্ক কষে কষে , পালঙ্কে পেয়ে যাই প্রেমের অনুরণন ।

২রা অক্টোবর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *