ঘাস ফড়িং হবার বুনো ইচ্ছেটা আজ কেন জানি প্রবল হলো
ঘন ঘাসের আড়ালে লুকিয়ে তোমায় স্পর্শ করার স্পর্ধাটা
বড্ড বেশি বেয়াড়া হয়ে উঠলো আজ, কারণ ঘাসের এতটাই
কাছাকাছি এলে তুমি যে ঘাসফড়িং আর কতদূর থাকবে বলো !
বাগানের সজ্জিত ঐ ঘন দূর্বা ঘাসেরাও আজ বড়ই লজ্জিত
তাদের সবুজ সত্বাকে ম্লান করে দিলে তোমার শ্যামল অস্তিত্বে
কোমল পায়ের স্পর্শে শিহরিত কচি ঘাসের ডগারা আজ
ঘাস ফড়িং এর এ চিত্ত চাঞ্চল্যে তবে চমকাও কেন চঞ্চল হরিণী।
খুবতো বেশি দূরে নয় বুঝি ভেঁপু বাজানো বাসেদের ভিড়, তবু জানি
কলহ-প্রিয় কিছু মানুষের কোলাহলের হলাহল থেকে মুক্ত তুমি এখন
আইনি দলিল-দস্তাবেজে দান-দক্ষিণার দস্তখতটা এখন স্থগিত একেবারে,
কেবল পেখম মেলা ময়ুরের মতো সাম্রাজ্য তোমার বিস্তার করো অনেকখানি।
মাধবী লতার মতো বেঁকে যাও , ভাঁজে ভাঁজে দেখি আমি কল্পলোকের ছবি
লজ্জায় আনত থাকুক দৃষ্টি তোমার ,আড়াল করো ঘন ভালোবাসায় না হয় আজ
ঘাসফড়িং ‘এর সবটুকুন বেহায়াপণা, লুকোতে দাও ঐ ঘনশ্যাম আঁচলের অন্তরালে।
ঐ টুকুন উষ্ণতায় উত্তপ্ত হোক সকল দেহমন তার নান্দনিক আনন্দে ।
নিমজ্জিত ওই দার্শনিক মনে কস্মিনকালেও পাবে না ঠাঁই এই বাস্তুবিহীন প্রাণী,
লকেট নই বুকের কাছাকাছি, তাই প্রজাপতি-দেহের ঘ্রাণ নিতেই ঘাসফড়িং হই জানি।
২৯ শে সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed