বিষ্টির বিভাজন

এক আকাশ কষ্ট নিয়ে কেঁদে যায় যখন
মেঘের পাহাড় বেলা-অবেলায়
বড়ই ইচ্ছে করে ওর ঐ পশমি গায়ে
হাত বুলাই , প্রেমের প্রলেপ দিই এঁকে ।
বোঝেনা অবুঝ মন তার
সব বৃষ্টিই দুঃখের কথা বলে না নিরবধি
ফুলেল বাগান , ফলবতী বৃক্ষরা সব
প্রতীক্ষায় কাটায় কাল, বলে “আয় বৃষ্টি ঝেঁপে”।

ঠিক ওদের মতোই আমার ও বড় ভিজতে ইচ্ছে করে
মরুময় অস্তিত্বকে করতে চাই সজীব
বিষ্ময়কর এক তারল্যে ভেসে যেতে চাই ,বেয়ে যেতে চাই
জীবন- নাও’এর অদৃশ্য বৈঠাখানি।
বৃষ্টি তাই কাঁদে বটে , কাঁদাতে পারে না আমায় ,
জমাট-দুঃখরা সব জল হয়ে নামে দ্রুত লয়ে
তারপর বাজে জলতরঙ্গের মতো আমার শুষ্ক অঙ্গজুড়ে
আনন্দ ধারায় নেয়ে উঠি আমি পূত-পবিত্র চেতনায়।

ফরাসি সুগন্ধি নিয়তই মাখো বলে ,সোঁদা মাটির সুবাস
এখনও বড়ই অপরিচিত তোমার কাছে
বৃষ্টিকে উদ্ভট উপদ্রব ভেবে আড়াল করো রঙিন ছাতার তলে
তাহ’লে বলো ভিজবে কেমন করে কোমল অঙ্গ তোমার?
কেবলই কি আমি ভিজে যাবো চিরদিন
কখনও বা কষ্টের কষে, কখনও ভেজার আনন্দে!
ভেজার এই প্রশ্নেইতো বিভাজিত হয়ে যাই তুমি এবং আমি
বৃষ্টির দৃষ্টিতে এখনও আমরা বাশিন্দা ভিন্ন মেরুর ।

জানি কাঁচের দেয়ালের ওপারের স্বচ্ছতায় থেকে যাবে তুমি চিরকাল
আমি রয়ে যাই মাটির কাছাকাছি আজও যেমন , তেমনই আগামিকাল।

২৯ শে সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *