[সৈয়দ শামসুল হকের প্রতি ]
নিঃশব্দ পা’য়ে তোমার এই চলে যা্ওয়ায়
পা’য়ের আওয়াজ পাবো কি আর
যে ধ্বণিতে জেগে উঠেছিল তাবৎ বাঙালি
নুর আল দীনের জীবনকে ছাপিয়ে উঠেছিল
আমার উঠোনের পুঁই লতার মতো
শষ্যময় এক চিলতে স্বাধীনতা ,
বলো তাকে কি পাবো খুঁজে আজ
‘পরাণের গহীন ভিতরে’ ?
পরাণ তো এখন তুমিই করে গেলে খান খান
হৃদয়ের আরশি হলো বিচূর্ণ বিদায়ে তোমার
পউশের প্রভাতে আউশ করে খাবো যে
তোমার গাছের গায়ে বেয়ে পড়া নতুন সাহিত্যরস,
সে গুড়ে গুড়ি গুড়ি বালি ছিটালো নিয়তি আজ
কর্কটের ক্রান্তি তুমি পেরোবে এ দূর্লভ প্রত্যাশা নিয়েই
কেটেছে আমার এ ক’মাস । আহ কাটতো যদি আরও বারো মাস
কাব্যের কলস উপচে পড়তো তোমার শব্দ সমাহারে।
কিন্তু কেন এই অনুযোগ আমার, তোমার প্রস্থান নিয়ে পেরেশান কেন
অকৃতজ্ঞই কি তবে আমি যে এমন পরম প্রাপ্তিতেও অতৃপ্ত থাকি অহরহ
শতাব্দির আধেকটা জুড়ে কিছু কম তো দাওনি আমায়
সঞ্চয়ী হিসেব আমার ভরেছো কাব্য কথার কণক চাঁপায়
তোমার পাঠানো শব্দরা সব ভরেছে আমার বাগান বিলাসি মন
তোমার ওই অক্ষয় অক্ষরের অক্ষ-রেখা ধরেই চলেছি ধ্রুবতারার পথে
ইতিহাস থেকে বর্তমান অবধি যাত্রায় কান্ডারি হয়ে থাকো তুমিই
তাহলে বলো কোন মুখে ক্ষ্যাপা এ মন আক্ষেপে হবে অস্থির।
অন্তবিহীন অনুরাগে তাই সিক্ত থাকে আজও শুণ্য এ মন, হে মোর গুরু
পায়ের আওয়াজ তবু পাই, সেই অনুরণনে বার বার যাত্রা হয় শুরু।
২৮শে সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed