জবাবহীন জিজ্ঞাসা

প্রতিদিন লাল পাপড়ির গোলাপ তুলে দেবো তোমার হাতে
তেমন নৈকট্যেতো নও তুমি
সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে কখনও কখনও হাজির হই
ছুঁয়ে যাই সেই ফেলে আসা ভূমি।
ইচ্ছের ইলিশগুলো সব সাঁতার কাটে প্রেমের পদ্মায় প্রত্যহই
আনত মস্তকে মনে হয় তোমার চরণ চুমি ।
ক্ষণিকের জন্য হয়ে যাই আমি রবি ঠাকুরের ভক্ত , লালন অনুরক্ত
কিংবা খুঁজি আঙ্গুর বাগানে নজরুল বা রুমি।

আকাশের অদৃশ্য এক ছায়াপথে অনন্তকাল ধরে যাও তুমি হেঁটে
হেঁট করে মাথা প্রত্যহই করি সালাম
গুরুজনেরা বলেন লেখা আছে কেতাবে , প্রকৃত কর্তা তুমিই কেবল
যাবো তোমার কাছেই , যেখান থেকে এলাম।
আপিসের অলিন্দে দেখি ফেরেশতারা ফাইল হাতে করে আসা যাওয়া
সম্মতি দেয়া নথিতে সে তো কবেই স্বাক্ষর দিলাম।
প্রতীক্ষা এখন পিয়নের সেই এক প্রত্যাশিত ডাকের , মুখোমুখি সাওয়াল-জবাব
তারপর দেবে কি আমায় যা নিতে এলাম।

স্বর্গ -সাম্রাজ্য থেকে বিতাড়িত পিতা আমার একদা নেমে যান লঙ্কা সেতুর কাছে
উত্তরাধিকারের দাবিতে তাই ফিরবো না কী ঐ স্বর্গে
নাকি যুগ যুগ কেটে যাবে আমার অলস অপেক্ষায় শুয়ে শুয়ে প্রতি প্রহর
মধ্যবর্তী এক অনামিক ভূমিতে , মরণবিহীন কোন মর্গে।

২৬শে সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *