সংকটে সবুজেরা সব

বিশ্বের তাবৎ সবুজ, আসলে সমৃদ্ধিরই পতাকা করে উন্নত
ঠিক আমার সবজি বাগনের মতোই প্রতিশ্রুতিশীল
মাঝে মাঝে হরিণেরা খায় বেড়ার পাশে দূর্বা ঘাসের ডগা
সাপেতে-বেজিতে দেখেছি লড়াই কখনও সখনও বনেতে বাদাড়ে

কিন্তু এ কেমন তরো ঈর্ষা ছিল মরুভূমির ঐ তপ্ত বালুকারাশির
যে আকাশ থেকে ছড়ালো আগুনের হল্কা আমারই নিকোনো উঠোনে
বালির আস্তরণে ছেয়ে দিতে চাইলো আমার সোঁদা মাটির স্বতন্ত্র স্বত্বা
আকাশ মাটির মানুষেরা সব একাকার হলো রক্ত রঙে রাঙা নদীতে।

অথচ আমার বাগানের লাউ-কুমড়োতো গেছে মেরু থেকে মরু অবধি
বিশ্বাস করো ইথোপিয়ার ক্ষুধাতুর শিশুরা জানে সে কথা, জানে সুদানের জনগণও
তা হলে তোমরা কেন অজ্ঞ ছিলে যারা আকাশ পথে হাঁটলে বিষের পুটুলি হাতে
অথবা বিশেষজ্ঞ ছিলে এতটাই যে কৌশলে কিংবা প্রকৌশলে স্বপ্নচারীদের করলে ভূপতিত।

ভেঙ্গে যাওয়া ভবনের মতোই , স্বপ্নকে জোড়া লাগাতে কেটে যায় দিন রাত্রি
দুঃস্বপ্নের আতংকে বার বার ভাঙে নিদ্রা যার নিশ্চয়তা এখন নিতান্তই অনিশ্চিত
হায়নাদের হুঙ্কারে হরিণিরা পালায় সুদূর কোন সবুজ-সুন্দরের প্রত্যাশায়
সূর্যগ্রহণের আয়তন বৃদ্ধিতে অচলায়তন অচল করে তোলে সচল সত্বাকে ।

সেই যে সেদিন মরুভূমিরা দখল নিতে চেয়েছিল প্রিয় নিকোনো উঠোনের
এখনও সেই একই পাঁয়তারায় , পায়রাদের করে তারা কুপোকাৎ মধ্য আকাশে
ষড়যন্ত্রের মন্ত্র এখনও আউড়ে যায়, আলখাল্লার বালখিল্যতার আড়ালে আবডালে
লুকোনো সরীসৃপ মাঝে মাঝে ফণা তোলে আমাদের ফুলেল অস্তিত্বে।

প্রেমিকেরা প্রতিবাদ জানায়, মানবিক মিছিলে হয়ে যায় মানুষ-প্রকৃতি একত্র
শ্রদ্ধায় বিনম্র হৃদয়ে মিলিত হয় তারা , মেলে ধরে মিলনেরই ছত্র।

১১ই সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *