কালো কুচকুচে কলপ্ চুলে দিইনি বলে
ইদানিং বিদগ্ধ বলে সম্মান জানান অনেকেই
ধূসর চুলের আড়ালে সহজেই দেখেন না
সবুজ ক্ষেতের কিঞ্চিৎ কদাচিৎ ফসলী জমি।
ওই জমিতে ফলাতে চাই অল্প স্বল্প সুরেলা সম্পদ
কাঁটা তার নয়, সেতারের সুরে বাজুক মিলনের আহ্বান
গোমতি নদীর মনির মাঝি গেয়ে যাক মনের গান
সুরের কোমল স্পর্শেই যেন ফোটে সম্মিলন-শতদল।
না, বিদগ্ধ নই আদৌ যতটা দগ্ধ কাঠকয়লার উনুনে
অভিন্ন মানুষের বিবেক পুড়ে হয় ছারখার সেখানে
বনাগ্নির মতোই ছড়িয়ে যায় আগুন যত্রতত্র অকষ্মাৎ
উদারতায় নয়, হিংসায় সিংহের মতোই হিংস্র হয় মানবকুল।
আগুনের পরশমণি ছোঁয়াতে চাই আমিও নিজ প্রাণে
নিখাদ সোনা হয়ে ওঠার ইচ্ছেটা হয় ক্রমশই প্রবল
কিংবা দেখতে চাই লেলিহান শিখা ছড়িয়ে পড়ুক সর্বত্র
ঠিক যেমনটি দেখেছিলাম ঊনসত্তুরের গণ-আন্দোলনে ।
রাজনীতির কথকতায় ,কত কথা হারায় বার বার
দাবার গুটিতে কিস্তিমাত করেন ঝাণু রাজনীতিকরা
মেরুতে মেরুতে সংঘাতে মরু হয়ে যায় ফসলি জমি আমার
অনুভূতির ফসিল থাকে পড়ে , নিষ্প্রাণ এক কাঠকয়লা যেন বা।
তবু চাই-ই সেতারের তারে নাচুক অনুভবেরা আজ , পরাভব না মেনে
দানবের ছায়া ডিঙিয়ে আসুক , মানুষেরা সব মিছিলে মিছিলে যাক জেনে।
১০ই সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed