কবিতায় কবিতায় পাবার প্রয়াসে
লিখে যাই শত সহস্র পংক্তিমালা
তুমি তবু থেকে যাও দূরে বহুদূরে
আমি শুধু মেটাই এ অন্তর্জ্বালা ।
ভালোবাসার ভেলায় ভেসে যাই নিয়ত
পটোম্যাক থেকে সুদূর পদ্মা অবধি
প্রতীক্ষা তোমার যে পংক্তির জন্য
সেখানে তোমায় তুমি পাও যদি।
তা হলেই জেনো তোমাতে কবিতায়
হয়ে যাবে এক আঙ্কিক সমীকরণ
শব্দের স্বচ্ছ আরশিতে আজ পাবে
তোমারই কণ্ঠের কোমল অনুরণন ।
কার্নিশে সাজানো তোমার গোলাপগুচ্ছরা সব
সেকী তবে আমারই দেওয়া উপহার
কবিতার শব্দরাতো নিঃশব্দেই হয়ে যায়
কংক্রিটের কার্নিশে গোলাপের বাহার।
৫ই সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed