লজ্জাবতী লতা দেহটি তোমার মাঝে মাঝে ঈষৎ বেঁকে যায়
শাড়ির কুঁচিতে বুলানো আঙ্গুল যেন সেতার বাজায় আপন মনে
আনত চোখে দেখো ঢেউয়ের খেলা রঙিন শাড়ির সাজানো কুঁচিতে
বিস্ময়ে বিমুগ্ধ হয়ে কবিকুল দেখে লাজের ললিত ললনা- রূপ।
গালের লালিমা যতই লুকোয় লালের আভায় কিংবা আবর্তে
অথবা মেঘবতী কেশ ঢাকে চোখের স্নিগ্ধ আধখানি পলক তোমার
বাকি আধেক নয়নে স্থির হয়ে যায় আবেগ-স্নাত এই শব্দ পুঞ্জ
নিপুণ হাতের স্পর্শে ঝুলানো আঁচল হয় ধন্য , কবিকুল বলেন অনন্য।
শিল্পিতো নই আদৌ যে রংতুলিতে ভরাবো ঈজল’এ আঁটা চিত্রপট
কবিও নই যে লিখে ফেলবো চটজলদি প্রেমের কোন কবিতা
থেকে যাও তাই ভাবনার ঝুল বারন্দায় ঝুলন্ত এক স্বপ্নের মতো
ঘুম ভাঙা চোখে ভাঙে স্বপ্নও অকষ্মাৎ , তুমি থেকে যাও স্থির ছবির মতো।
মূর্তমান এই তোমাতে দেখি , বিমূর্ত রূপেরই বিস্ময়কর এক কবিতা
তাই মনের গহীনে থেকে যায় , যাবেই থেকে অমোচনীয় এই ছবিটা
৩১শে আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed