যে চিত্রকল্পের নেই বিকল্প

প্রিয়তমাকে নির্ভয়ে থাকার এমন আশ্বাস দেয়নি কেউ,
বলেনি যুদ্ধাস্ত্রের বদলে প্যারাশুটে চকোলেট নামানোর কথাও।
উপমার এমন ঊষ্ণতা পাইনি কষ্মিনকালেও-
সেই তোমার আশ্বাসে বিশ্বাস রাখি বলো কেমন করে কবি।

কথা ছিল কবিতার কলস তোমার ভরবে অনুভবের রসে প্রত্যহই
অথবা অন্তত অনুভবেরা তোমার হাঁটবে আমার উন্মুক্ত উঠোনে
পাগল ও প্রেমিকরা দলবদ্ধ ভাবে আসবে তোমার কাব্য জলসায়
অথচ ভাদ্রের এই ভ্যাপসা গরমে এ কেমন প্রতারণা কবি তোমার !

যন্ত্রের মতো থেকে যাই যন্ত্রণাদগ্ধ এই পৃথিবীর পাদপিঠে, প্রদীপের তলায়,
আমারই ঘাড়ে ভর করে তুমি চলে যাও ওপরওয়ালার অকষ্মাৎ আমন্ত্রণে।
নিরুপায় নিস্তব্ধতায় থেকে যাই আমি, অবাক সন্দেশের স্বাদও বিস্বাদ এখন
তোমারই ফেলে যাওয়া ছিঁটে ফোটা উপমারা মেটাবে এ ভিক্ষুক মনের ক্ষুন্নিবৃত্তি।

বাদশাহী মোহরের মোহাবিষ্ট এই আমি কুড়িয়ে নিই ব্যবহৃত মোটর গাড়ির মতোই চিত্রকল্প;
স্বার্থপরের মতোই কাদরি কবি তুমি চলে যাও স্বর্গের সিঁড়ি বেয়ে , আমি পাইনে খুঁজে বিকল্প।

২৮শে আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

[ সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি]

স্বকণ্ঠে কবিতাটির আবৃত্তি শুনুন:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *