কোন কোন বিস্ময় আছে যা বিস্ময়াতীত
ভালোবাসা আছে যা সীমাহীন শ্রদ্ধায় সম্পৃক্ত,
আছে বন্ধুত্বও এমন যা বন্ধনেও মুক্তির আনন্দ আনে ।
সম্পর্কও আছে এমন যার সংজ্ঞা নির্ণয় সঙ্গত নয় আদৌ।
সেই সন্ধ্যায় আল্পনার রঙেরা ছিল কল্পনাতীত আলোয় ভরা
শানাই’য়ের সুরেরা ছিল মিলনের মোহনায় উপস্থিত
শাড়িতে সমৃদ্ধ সারিবদ্ধ তোমরা ছিলে হৃদয়েরই কাছাকাছি
প্রতীক্ষা তোমাদের বিনম্র করেছে আমাদের কৃতজ্ঞতায় বার বার।
বিস্ময়েরা সব হেঁটে গেছে আল্পনার পায়ে পায়ে , তোমাদের অলিন্দে
ভালোবাসারা ছড়ালো জেনো এ ঘরে ও ঘরে গোলাপের সুগন্ধে
বন্ধুত্ব বিস্তৃত এখন কিংবদন্তীর উপাখ্যানের বহুবিধ চরিত্রে
সম্পর্ক সম্প্রসারিত নিশ্চিত জেনো আশ্চর্য মাধুর্যের অনন্য মহিমায়।
বড় অবাক করা মিতালিতে জড়ালে সকলেই, মিতা এবং তার সঙ্গী
অনুভবে রাঙা হলো সকাল –সন্ধ্যা আমাদের , ভক্তিতে ভালোবাসায় সকলেই অঙ্গাঙ্গি।
২২শে আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed
*সম্প্রতি আমাদের বিয়ে বার্ষিকিকে উপলক্ষ্য করে বৃহত্তর ওয়াশিংটনে আমাদের সুপ্রিয় বন্ধুরা যে বিশাল ও বিস্মিত হবার মতো আয়োজন করেছিলেন মিতা-মিজানের আবাসে , তারই সকৃতজ্ঞ প্রকাশ এই যৎসামান্য কয়েকটি পংক্তিতে ।