সোনালী শব্দদের জন্য

বিন্দু বিন্দু শব্দের বৃষ্টি ঝরবে তোমার নিকোনো উঠোনে
ভিজিয়ে দেবে ওই তৃষ্ণার্ত মন তোমার
সেই প্রতীক্ষায় বলে যাও আনমনে শৈশবের সেই ছড়া
আয় বৃষ্টি ঝেঁপে , তাও কি ভালোবাসা দেবে মেপে !
মনের বাটখারায় না হয় মাপলেই প্রেমের পরিমাণ
না হয় হাঁকলে এর চড়া মূ্ল্যে দাম ! কীই বা দিতে পারি আমি
সোনার অলংকারে সাজানোর সামর্থ্য তো নেই আমার
শব্দের সমাহারেই সাজিয়ে চলি তাই ভালোবাসার ক্ষুদ্র ভেলা।

কখনও তর তর করে ভেসে চলে তরী , মনের মোহনার দিকে
কখনও চরে আটকা পড়ে, যেন অকষ্মাৎ ফ্রিজ হওয়া কম্পিউটার
তার পর অক্লান্ত তরী বাওয়া আবারও তোমারই তীরের দিকে
শব্দ মাখানো তীর ছুঁড়ে দেওয়া , উড়ন্ত পাখি মুনিয়ার মনের পানে
মুনিয়া ও জানে নিশ্চিত শব্দের ঘায়ে ঘায়েল হবে হয়ত , হবে না আহত
বরঞ্চ শব্দ বর্ষণের অভাবে হৃদয়ে জমবে ব্যথার ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা
তৃষ্ণার্ত মন শব্দ-শরবতের প্রতীক্ষায় তাই কাটায় সকাল সন্ধ্যা
হঠাৎ যদি ভাঙে শ্রাবণ মেঘে-ঢাকা এ মন, সতেজ হবে জানি তুমিও তখন ।

শব্দের জন্য এমন আকুল অপেক্ষা কেউ দেখেনি জানি আজ অবধি
তাই ভরা নদীতে শব্দরা আমার সাঁতার কাটে সানন্দে নিরবধি।

১৯শে আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *