হৃদয়ের বিশ্ব আবর্তিত ভিন্নতর এক বিস্ময়ে
কাছাকাছি আসে যখন তারা , ঘুঁচে যায় ভুগোলের হিসেব
মেরুবর্তী দূরত্ব ভূগোলের যেমন , মনেরতো নয় তেমন
নায়াগ্রার জলপ্রপাত সহজেই মেশে মেঘনার স্রোতে
পদ্মা ও পটোম্যাকের হৃদ্যিক দূরত্ব কতটুকই বা বলো
ভিন্ন মেরুর বাহ্যিক সত্বায় অভিন্ন থেকে যায় তারা
উভয়ের মনেইতো থাকে উচ্ছল, উজ্জ্বল এক জলতরঙ্গ
রঙ্গীন মাছেরা তখন ডুব সাঁতারে পায় পরস্পরের সঙ্গ।
মাইলে মিটারে মেপো নাগো আর হৃদয়ের দূরত্ব
নিঃশব্দেই তারা আসে কাছাকাছি শব্দাতীত গতিতে
মিশে যায় অভিন্ন অনুভবে, কখনও ঊষ্ণ কফির পেয়ালায়
কখনও বা প্রেয়সীর নখ পালিশ করা আঙ্গুলের সাথে
প্রেমিক-পুরুষের আঙ্গুলের বিষ্ময়কর এক সমন্বয়।
কখনও প্রেমিকের গজানো গোঁফের পৌরুষের সাথে
মিশে থাকে প্রেয়সীর ঠোঁটযুগল, অদৃশ্য এক চুম্বনে
পরিকল্পনার পথ ধরেই কল্পনারা আসে আনন্দে উন্মনে।
তূষারে আবৃত পাহাড় পেরিয়ে প্রেমিক খুঁজেছে উষ্ণ আলিঙ্গন
কালবোশেখী ঝড়ের দাপটে, ভাঙ্গেনি কখনও প্রেয়সীর প্রিয়মন।
১৭ই আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed
প্রবীণ বাচিক শিল্পি সরকার কবীরুদ্দিনের কন্ঠে আবৃত্তি: