সাংবাৎসরিক শোকেই কি থাকবে মূহ্যমান বাঙালি বরাবর
শোককে শক্তিতে পরিণত করার শ্লোগানসর্বস্ব কথার মালায় !
জানি সেদিন, সেই শ্রাবণ সকালে ঘন অন্ধকার নেমেছিল দিগন্ত জুড়ে
গর্তে লুকোনো শকুনেরা সব দল বেঁধে এসেছিল উড়ে উড়ে ।
তোমারই ঔরসে যে দেশের জন্ম জানি , তারই বুকে ভয়ের ভাঁওতাবাজি
খালি ট্যাঙ্কের চাকার শব্দে ,ত্রাসের রাজত্ব কায়েমের ছিল এ কোন অপচেষ্টা
আঁধার ভাঙ্গা আলোয় মিনারে দাঁড়ানো মুয়াজ্জিনেরা সকলেই তখন স্তব্ধ, বাকরুদ্ধ
শান্তির পায়রারা পেখম মেলবে যখন , ঠিক তখনই এ কেমনতরো অসম যুদ্ধ !
অনাথ বালকেরা বাষ্পরুদ্ধ কন্ঠে স্মরণ করে সেই বড় মাপের মানুষটিকে
যাঁর বর্তমানেরা হারিয়েছে নিমিষেই আমাদেরই ভবিষ্যতের জন্যে
উচ্চারণ এবং উচ্চকিত অঙ্গুলি হেলনেই জুয়েলি জাদুকে করেছেন বাস্তবে ঋদ্ধ
সিঁড়ি থেকে গড়িয়ে পড়া রক্তস্নাত তাঁর দেহ দেখে, বুক এখনও আমার তীরবিদ্ধ।
রাজনীতিতে এমন বিস্তৃত স্বপন করেনি বপন আজ অবধি জানা কেউ
যে স্বপ্ন জাগরণেও সত্য হয়ে ওঠে , জমি ও পতাকার সাজুয্য ও সমীকরণে
কবিতাও লেখেনি কেউ এমন যার উপমা উৎপ্রেক্ষারা হয় সত্যের সমান্তরাল
কেউ তোমাকে রাজনীতির কবি বলে , চিত্রকরও তুমি , করো সবুজে লাল।
জাতি ছিল হাজার বছরের পুরোনো , তোমার হাত ধরে হাঁটলাম জাতিরাষ্ট্রের পানে
জানি ঋণ তোমার পারিনি শুধতে আজ অবধি ,রেখেছি তোমায় সৌরভে-গৌরবে প্রাণে।
১৪ই আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed
*১৫ই আগস্ট স্মরণে