প্রেমের পরিচিত বাহক , গোলাপের পাপড়িরা আজকাল
লাল হওয়া লজ্জায় কুঁকড়ে থাকে পাতার আড়ালে প্রায়শই
বিদ্যুতিন বিশ্বে ইদানিং অবস্থান তার অতীব প্রান্তিক
ডিজিটাল কার্ডে আঁকিবুকিতে আবদ্ধ সত্বা তার যান্ত্রিক ।
মাঝে মাঝে ভালোবাসার বানিজ্য দিবসে সজীব হয় গোলাপেরা
মিছিলে নামে , প্ল্যাকার্ড হাতে , কন্ঠে অনুচ্চারিত শ্লোগান
“ভালো বাসো ভালো বাসো”; রয়ে যায় সেই রাবীন্দ্রিক জিজ্ঞাসা,
“ভালোবাসা কারে কয়” সে কি তবে অপূর্ণ এক প্রত্যাশা।
বানিজ্যের বিড়ম্বনায় বাজারের হিসেবে হারায় ভালোবাসা্ ইদানিং
উপহার-উপঢৌকনের উপাচারে ঢেকে যায় প্রেমের হৃদ্যিক স্বরূপ
দিবসের গন্ডিতে আবদ্ধ থাকে সম্পর্কের আঁটশাঁট পোশাক আজকাল
হৃদয়ের বাগানে তাই ফোটে ফুল যদিও, সবই যেন ফিকে লাল।
“প্রেম নেবে গো, প্রেম…”, বলে ফিরে ফিরে যায় ফেরিওয়ালা শুধু
ভেজালের জালে আটকে পড়ার ভয়ে , প্রেমের প্রাঙ্গন খাঁ খাঁ ধূ ধূ।
১১ই আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed